প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২১, ১৫:০৩
বগুড়ায় মাদকসহ তিনজন গ্রেপ্তার
মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল ও মোটরসাইকেলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বগুড়ার গোয়েন্দা পুলিশ (ডিবি)।
|আরো খবর
শুক্রবার পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নাটোরের সিংড়া উপজেলার বিন গ্রামের হাফিজুর রহমানের ছেলে সবুজ আলী (২৪) ও মৃত মহির উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন (৩৮) এবং শিবগঞ্জ উপজেলার পিরব বাজার এলাকার আজিজুল মোল্লার ছেলে সুজন মোন্না (২৫)।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি কার্যলয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকায় অভিযান চালিয়ে সবুজ ও তোফাজ্জলকে ১৯৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
একইদিনে ডিবির অপর একটি টিম শিবগঞ্জ উপজেলার জামুরহাট বাজার থেকে সুজনকে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে নন্দীগ্রাম ও শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এসকে