প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৬
রামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে পৌর এলাকার ছিন্নমূল দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
|আরো খবর
গত সপ্তাহব্যাপী রামগঞ্জ পৌর শহরের ওয়াবদা সড়ক, বাসস্ট্যান্ড ও রামগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে রামগঞ্জ প্রেসক্লাবের তত্ত্বাবধানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা যুবলীগ নেতা সোহেল রানার অর্থায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্থানীয় সাংসদ ড. আনোয়ার হোসেন খান এমপির সৌজন্যে এসব কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে থানা বাইপাস সড়কে রামগঞ্জ প্রেসক্লাবের সামনে রিকশাচালক, দিনমুজুর ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মোস্তান, সাধারণ সম্পাদক কাউছার হোসেন, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাচ্ছু, অর্থ ও দপ্তর সম্পাদক আবু তাহের, নির্বাহী সদস্য রহমত উল্যাহ পাটোওয়ারী, জাকির হোসেন সুমন, উপজেলা সেচ্চাসেবক লীগের আহ্বায়ক সোহেল রানা প্রমুখ।
বাংলাদেশ জার্নাল/এসকে