ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

চাঁদাবাজিসহ সিভিল সার্জনের বিরুদ্ধে এন্তার অভিযোগ

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৯  
আপডেট :
 ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৯

চাঁদাবাজিসহ সিভিল সার্জনের বিরুদ্ধে এন্তার অভিযোগ
মানববন্ধন। ছবি- প্রতিনিধি

চাঁদাবাজিসহ নানা অনিয়ম-দুর্নীতি ও সহকর্মীদের সাথে অসদাচরণের অভিযোগে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলমকে অবিলম্বে প্রত্যাহারের দাবি উঠেছে। এছাড়া অভিযোগ তদন্ত করে বিচারের দাবিও জানানো হয়েছে।

ময়মনসিংহের সচেতন নাগারিক সমাজের ব্যনারে সোমবার দুপুরে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নানা অভিযোগ জানানো হয়।

বক্তারা অভিযোগ করেন, সিভিল সার্জন নিয়ম-নীতির কোনো তোয়াক্কা না করে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ল্যাব স্থাপন করার সুযোগ দিয়ে ব্যাপক অনিয়ম ও ঘুষ গ্রহণ করেন।

সমাবেশে বলা হয়, অবিলম্বে সিভিল সার্জনের প্রত্যহার না হলে কঠোর আন্দোলন ডাকা হবে।

পরে আন্দোলনকারীরা ময়মনসিংহের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত