ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

পাবনা পৌরসভা মেয়রের দায়িত্ব নিলেন শরীফ প্রধান

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫৫

পাবনা পৌরসভা মেয়রের দায়িত্ব নিলেন শরীফ প্রধান
পাবনা পৌরসভার মেয়রের দায়িত্ব গ্রহণ

পাবনা পৌরসভার মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন পাবনা নাগরিক মঞ্চ সমর্থিত প্রার্থী শরীফ উদ্দিন প্রধান।

বৃহস্পতিবার দুপুরে পাবনা পৌরসভা চত্বরে নব নির্বাচিত পৌর মেয়রকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন নেন সদ্য বিদায়ী পৌর মেয়র কামরুল হাসান মিন্টু।

পাবনা পৌরসভার দায়িত্ব গ্রহণ উপলক্ষে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, নাগরিক মঞ্চের আহ্বায়ক ইদ্রিস আলী বিশ্বাস, সদস্য সচিব কমরেড জাকির হোসেন, সদস্য তসলিম হাসান সুমন, নাসির চৌধুরী, সুলতান আহম্মেদ বুড়ো, রেজাউল করিম মনি প্রমুখ।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একে একে ফুল দিয়ে বরণ করে নেন পৌর মেয়রকে। এসময় নব-নির্বাচিত পৌর মেয়র বলেন, ‘সাধারণ মানুষের সেবায় কাজ করার জন্য আমি এই নির্বাচনে অংশ নিয়েছিলাম। সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি পৌরবাসীর সেবক হতে চাই। পাবনা পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভা করতে চাই।’

তিনি বলেন, সকল দল -মতের মানুষের জন্য পৌরসভার দরজা খোলা থাকবে।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের (বিদ্রোহী) পাবনা নাগরিক মঞ্চের নারিকেল গাছ প্রতীক নিয়ে মেয়র প্রার্থী হন শরীফ উদ্দিন প্রধান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সরকার দলীয় নৌকার মেয়র প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আলী মুর্তজো বিশ্বাস সনি।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী মতুর্জা বিশ্বাস সনি পৌর নির্বাচনে পরাজিত হবার পর উচ্চ আদালতে রিট করেন। আদালত এক মাসের মধ্যে ভোট পূন:গণনা করার নির্দেশ দিলে উভয় পক্ষের সমর্থকদের স্নায়ুযুদ্ধ শুরু হয়। কারণ তাদের দুইজনের ভোটের ব্যবধান ছিল মাত্র ১২২। এজন্য শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে তা নিয়ে আশা নিরাশার দোলাচলে দুলছিলেন উভয়পক্ষ। তবে উচ্চ আদালতের আপীল বিভাগ হাএিকার্টের রায় স্থগিত করার পর মেয়র হিসেবে শরীফ উদ্দিন প্রধান শপথ নেয়ার সুযোগ পান।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলেনায়তনে স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধানসহ রাজশাহী বিভাগের পৌরসভা নির্বাচনে নির্বাচিত মেয়র, সংরক্ষিত আসন ও সাধারন আসনের কাউন্সিলরগণদের শপথ বাক্য পাঠ করান।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত