প্রকাশ : ০৭ মার্চ ২০২১, ১৪:০২
প্রথমবারের মতো রামগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন, রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু, পৌরসভার সাবেক মেয়র বেলাল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণ প্রদর্শন। ছবি নিজস্ব
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম মাস্টার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সালেহ আহম্মদ, মানিক মাল, রামগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবু তাহের।
অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রদর্শন করা হয়।
আরো পড়ুন
রামগঞ্জে ফ্রি ডেন্টাল ক্যাম্প উদ্বোধন করলেন আনোয়ার খান এমপি
বাংলাদেশ জার্নাল/ওয়াইএ