ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

অগ্নিকাণ্ডের পেছনে কারো দুরভিসন্ধি থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

অগ্নিকাণ্ডের পেছনে কারো দুরভিসন্ধি থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি- প্রতিনিধি

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে কারও দুরভিসন্ধি (অসৎ উদ্দেশ্য) থাকলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো গাফেলতি ছিলো কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

দুপুর পৌনে ২টার দিকে মন্ত্রী হেলিকপ্টারযোগে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। ক্যাম্প এক্সটেনশন-৪ এর হেলিপ্যাডে অবতরণের পর তিনি আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

মন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি র‍্যাবের তত্ত্বাবধানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে পোশাক বিতরণ করেন।

এ সময় মন্ত্রীর সাথে ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত