প্রকাশ : ০৮ এপ্রিল ২০২১, ০৫:৩৮
তুচ্ছ ঘটনায় সংঘর্ষে যুবক খুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে জুয়েল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে মদনপুরের আন্দিরপাড় এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
|আরো খবর
নিহত জুয়েল ওই এলাকার আনোয়ার মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুদিন ধরে পারিবারিক ঘটনার জেরে তোতা মিয়ার ছেলে আলিম ও সেলিমের সঙ্গে জুয়েল ও সোহেলের বিরোধী চলছিলো। বিরোধের জের ধরে বুধবার রাতে মদনপুরে জুয়েলকে ছুরিকাঘাত করে আলিম ও সেলিমসহ কয়েকজন।
পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান জুয়েল।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, তুচ্ছ ঘটনায় একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ জার্নাল/এমএস