ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

বিজিবির অভিযানে ৪ লাখ ইয়াবা উদ্ধার

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২১, ১৫:২৯

বিজিবির অভিযানে ৪ লাখ ইয়াবা উদ্ধার
ছবি- প্রতিনিধি

টেকনাফের লেদা খাল এলাকা থেকে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার ভোররাত সাড় চারটা থেকে সকাল সাড়ে ছয়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় কৌশলে পালিয়ে গেছে ৫ থেকে ৬ জন পাচারকারী।

টেকনাফের ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, ভোরের দিকে লেদা খাল এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। ভোররাত সাড়ে ৪টার দিকে ৫/৬ জনকে চারটি ব্যাগ কাঁধে নিয়ে নাফ নদী পার হয়ে লবণ মাঠের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করে।

বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে ব্যাগগুলো ফেলে দুষ্কৃতিকারীরা লেদা খালের আঁড় ব্যবহার করে পাশ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। ইয়াবা কারবারীদের আটকের জন্য সকাল সাড়ে ছয়টা পর্যন্ত সেখানে অভিযান চালানো হয়।

মোহাম্মদ ফয়সল হাসান আরও জানান, পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলছে। উদ্ধার করা ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত