ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৭ মিনিট আগে
শিরোনাম

সুখবর দিল আবহাওয়া অফিস

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২১, ১২:৫৭  
আপডেট :
 ২৯ এপ্রিল ২০২১, ১৩:০৮

সুখবর দিল আবহাওয়া অফিস
প্রতীকী ছবি

কয়েক দিন ধরে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ। এ অবস্থায় সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে নিয়মিত বুলেটিনে আবহাওয়া অফিস জানায়, আজ ও কাল দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এরপর বাড়বে বৃষ্টির পরিমাণ। মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমে আসবে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। তাপপ্রবাহ এখনও অনেক জায়গায় আছে। তবে বৃষ্টি হলে তাপমাত্রা কমে আসবে। তবে পুরোপুরি যাবে না। কিছু কিছু এলাকায় কমে যাবে। পরবর্তীতে বৃষ্টিপাত আরও বাড়বে। মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত বেশি হবে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় টাঙ্গাইল, বগুড়া, কুমিল্লা, কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত