ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

দিনাজপুরে দমকা বাতাসের সাথে শিলাবৃষ্টি

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ০৭ মে ২০২১, ১৯:৪১

দিনাজপুরে দমকা বাতাসের সাথে শিলাবৃষ্টি
ছবি- প্রতিনিধি

দিনাজপুরের ওপর দিয়ে প্রায় ৩০ মিনিটের মতো স্থায়ী সময় ধরে দমকা বাতাসের সাথে শিলাবৃষ্টি হয়েছে। বেশকিছু স্থানে বজ্রপাতের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে বজ্রপাতে বড় রকমের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

শুক্রবার বিকাল ৪টার দিনাজপুরের ওপর দিয়ে পশ্চিম-উত্তর দিক থেকে দমকা বাতাসের সাথে শিলাবৃষ্টি প্রবাহিত হয়ে পূর্ব দিকে ধাবিত হতে থাকে।

দমকা বাতাস থাকায় মাঝারি ধরণের ঝড় ও কিছু শিলাবৃষ্টির ঘটনা ঘটলেও কোথাও বড় রকমের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বৃষ্টির সময় কিছু সময়ের জন্য দিনাজপুরে অন্ধাকার নেমে আসে। কিছু স্থানে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ায় শহরের নিচু স্থানে জলাবন্ধতার সৃষ্টি হয়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, প্রায় বিকাল ৪টা থেকে প্রচণ্ড বাতাসের সাথে বৃষ্টি আর কোথায় কোথায় শিলাবৃষ্টি হয়েছে। প্রায় ১২ মিলিমিটার বৃষ্টির রের্কড করা হয়েছে। এছাড়া ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত