ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে চারজন নিহত

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০২১, ২১:৫০

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে চারজন নিহত
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর ও গোমস্তাপুরে পৃথক বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ১ জন আহত হয়েছেন, মারা গেছে ২টি মহিষ।

সোমবার দুপুরে এসব হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সাবানিয়া এলাকায় শরিফুল ইসলামের ছেলে আল-আমিন (১৪), ইসলামপুর ইউনিয়নের হরমার একরামুল হকের ছেলে রবিউল ইসলাম (৩০)।

এছাড়া গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহল্লার বিপ্লবের মেয়ে খুশি (১২) ও গোমস্তাপুর ইউনিয়নের লালকোপড়া গ্রামের নাজমুলের মেয়ে সাদিয়া (১০) মারা যান।

আরও পড়ুন: বজ্রপাতে নেত্রকোনায় ৭ কৃষকের মৃত্যু

বিভিন্ন সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের হরমা এলাকায় বাড়ির পাশে বেঁধে রাখা মহিষ আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই রবিউল ইসলাম নিহত হয়। এ সময় তার বাবাও গুরুতর আহত হয়। এ সময় সেখানে থাকা মহিষ ২টিও মারা যায়।

অপরদিকে সুন্দরপুর ইউনিয়নের সাবানিয়া এলাকায় লিচু কুড়াতে গেলে বজ্রপাতে আল-আমিন নামে এক যুবক নিহত হন।

আরও পড়ুন: তিন জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

এছাড়াও গোমস্তাপুরে একই সময় বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই শাহিদা নামে ১১ বছরের কিশোরী নিহত হয়।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন জানান, দুপুরে মেঘ উঠলে বজ্রপাতে হতাহতের ঘটনা দুটি ঘটে। সদর থানার দুইজন উপ-পরিদর্শক ঘটনাস্থলে গেছে।

অপরদিকে গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাশ বজ্রপাতে ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: জামালপুরে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত