ঢাকা, রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

খুলনা বিভাগে একদিনে ১০ জনের মৃত্যু

  খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১২ জুন ২০২১, ১৪:২০  
আপডেট :
 ১২ জুন ২০২১, ১৪:৩০

খুলনা বিভাগে একদিনে ১০ জনের মৃত্যু
প্রতীকী ছবি

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১৯ জন। শনিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বাগেরহাটে চারজন, মেহেরপুরে তিনজন, কুষ্টিয়ায় দুইজন ও সাতক্ষীরায় একজন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলা ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বিভাগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে খুলনা। এ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১১৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৩৭৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯২ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৬৫৬ জন।

শনাক্তের দিক দিয়ে সর্বনিম্নে রয়েছে মেহেরপুর। এখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৩০ জন। তবে বেড়েছে মৃতের সংখ্যা। আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন এবং সুস্থ হয়েছেন ৮৮৭ জন।

কেআই

  • সর্বশেষ
  • পঠিত