ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

৭ জেলায় বন্ধ থাকছে লঞ্চ চলাচল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২১, ২১:৩২

৭ জেলায় বন্ধ থাকছে লঞ্চ চলাচল

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মঙ্গলবার থেকে ৭ জেলায় কঠোর লকডাউন শুরু হচ্ছে। এই জেলাগুলোতে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সোমবার সন্ধ্যায় বিআইডব্লিউটিএ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে- লকডাইনের প্রজ্ঞাপন অনুযায়ী, নৌপথে ঢাকা-মাদারীপুর, ঢাকা-মিরকাদিম/ মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ/চাঁদপুর/নড়িয়া, শিমুলিয়া (মুন্সীগঞ্জ)- বাংলাবাজার (মাদারিপুর)/মাঝিকান্দি (শরিয়তপুর), আরিচা (মানিকগঞ্জ) কাজিরহাট, পাটুরিয়া (মানিকগঞ্জ)-দৌলতদিয়া (রাজবাড়ী) নৌপথগুলোতে উল্লেখিত জেলার সংশ্লিষ্ট নৌপথে সব ধরনের যাত্রীবাহী নৌযান (লঞ্চ/স্পিডবোট/ট্রলার/অন্যান্য) ২২ জুন সকাল ছয়টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত চলাচল বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হলো।

এ নির্দেশনার আলোকে এসব জেলায় যাত্রীবাহী লঞ্চ চলাচল করবে না। তবে পণ্য পরিবহন এবং জরুরি সেবা দেওয়া নৌযানের ক্ষেত্রে এ আদেশ কার্যকর নয়।

লকডাউন ঘোষিত জেলাগুলো হলো- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত