ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

মেছোবাঘের কামড়ে মারা গেল ১৩০ হাঁস

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০২১, ২১:২৫

মেছোবাঘের কামড়ে মারা গেল ১৩০ হাঁস
ছবি- প্রতিনিধি

সিলেটের ফেঞ্চুগঞ্জে মেছোবাঘের কামড়ে এক খামারির ১৩০টি হাঁস মারা গেছে। এছাড়া বাঘের আক্রমণে খামারে থাকা আরও ৪০০টি হাঁস আহত হয়েছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ওই খামারি।

বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের কটালপুর দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খামারি ছাখন মিয়া জানান, অন্যান্যদিনের মতো রাতে হাঁসের খামারে খাবার দিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে হাঁসকে খাবার দিতে গিয়ে দেখি খামারে রক্তাক্ত অবস্থা পড়ে আছে ১৩০টি হাঁস। খামারে থাকা আরও ৪০০টি হাঁসকেও বাঘ কামড় দিয়েছে। এগুলোও যে কোনো সময় মারা যাবে।

তিনি আরও বলেন, আমি একজন ক্ষুদ্র খামারি। এই হাঁস ছিল আমার শেষ সম্বল। লক্ষাধিক টাকার ক্ষতিতে এখন নিঃস্ব হয়ে পড়েছি। তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতা কামনা করেছেন।

বাংলাদেশ জার্নালে/এসকে

  • সর্বশেষ
  • পঠিত