ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

শাহজালালে ১৪ কেজি তরল সোনাসহ ৩ জন গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২১, ১৮:০৩  
আপডেট :
 ২০ জুলাই ২০২১, ১৮:০৯

শাহজালালে ১৪ কেজি তরল সোনাসহ ৩ জন গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ কেজি তরল সোনাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসার পর ওই তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- রিয়াজুল হাসান (৪৬), মোহাম্মদ আমিন (৩৫) এবং শাহ মোকাররম খান (৩৩)।

পুলিশ কর্মকর্তা জিয়াউল বলেন, ‘টুথপেস্টের মত তরল এই সোনা প্লাস্টিকের ভেতরে মুড়িয়ে শরীরের বিভিন্ন অংশে পেঁচিয়ে রেখেছিল তারা।’

তিনি জানান, ওই তিনজন দুবাই থেকে মিশরে গিয়েছিলেন। সেখানে থেকে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে ইস্তাম্বুলে নামেন।

‘সেখানে ভারতীয় একজনের কাছ থেকে তারা ওই তরল সোনা সংগ্রহ করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।’

এর আগেও বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১ কেজি ১০০ গ্রাম তরল সোনা উদ্ধার করেছিল বলে জানান জিয়াউল।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত