ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

প্রবীণ রাজনীতিবিদ আফজল খান নেই

  কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২১, ১৭:১৯  
আপডেট :
 ১৬ নভেম্বর ২০২১, ১৯:১২

প্রবীণ রাজনীতিবিদ আফজল খান নেই
আফজল খান। ফাইল ছবি

বর্ষীয়ান রাজনীতিবিদ ও বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী অধ্যক্ষ অ্যাডভোকেট আফজল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মাসুদ পারভেজ খান ইমরান। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মরহুমের জানাজা বুধবার বেলা ১১টায় ঠাকুরপাড়া খান বাড়ি জামে মসজিদ ও বাদ যোহর কান্দিরপাড় টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে।

অধ্যক্ষ অ্যাড. আফজল খান কুমিল্লার প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষা অনুরাগী ও সমাজ সেবক। বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে জানার সুযোগ হয়েছে তার। তিনি ১৯৬৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ভিপি নির্বাচিত হন। বঙ্গবন্ধুর নির্দেশে আফজল খান ৬৯ এর গণআন্দোলন ও ৭১ এর মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। এছাড়া বঙ্গবন্ধু যতবারই কুমিল্লায় এসেছেন আফজল খান খুব কাছে থেকে রাজনীতি শিখার সুযোগ পেয়েছেন।

আফজল খান ১৯৪৫ সালের ১০ ফেব্রুয়ারি কুমিল্লা নগরীর গোবিন্দপুর খান বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা মৃত সাদেক আলী খান ও মাতা মৃত বেগম শাজেদা খানম। আফজল খান ও তার স্ত্রী নার্গিস সুলতানা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত