ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

সাভারে দুই পোশাক কারখানায় আগুন

  সাভার প্রতিনিধি

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২১, ১৬:৪৩  
আপডেট :
 ২৪ ডিসেম্বর ২০২১, ১৬:৪৬

সাভারে দুই পোশাক কারখানায় আগুন
ছবি- প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ১ ঘণ্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার দুপুর ২টার দিকে আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড আঞ্চলিক সড়কের ইউনিক বাস স্ট্যান্ড এলাকার ঢাকা জ্যার্কাড ফ্যাশন ও রান ফ্যাশন লিমিটেড নামে দুইটি সোয়েটার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদটি লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টার দিকে ওই কারখানা দুটিতে আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কারখানার ভেতরে ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হলে কয়েকজন শ্রমিক আটকা পড়েন। তবে তারা দগ্ধ কিংবা আহত হননি। তাদের অক্ষত উদ্ধার করা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

ডিইপিজেডের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, একটি শেডের নিচে দুটি কারখানা তাদের উৎপাদন করছিল। কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ওয়েল্ডিং থেকে কারখানা দুটিতে এ আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির ব্যাপারে তদন্ত করে জানানো হবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত