ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

যশোরে পরিত্যক্ত মর্টারসেল বিস্ফোরণে যুবক জখম

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ১৯:৪৫

যশোরে পরিত্যক্ত মর্টারসেল বিস্ফোরণে যুবক জখম
ছবি: প্রতিনিধি

পরিত্যক্ত মর্টারসেল বিস্ফোরণে যশোরে বাদশা মোল্লা নামে এক যুবক গুরুতর জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে যশোর শহরতলীর শেখহাটি মুন্সিপাড়ার আহত বাদশার বাড়িতে।

কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম জানিয়েছেন, বাদশার সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন আনুমানিক ৬/৭ মাস আগে ওই গ্রামের পূবের মাঠের আব্দুর রউফের গভীর নলকূপের পেছনে পরিত্যক্ত অবস্থায় ১৮ ইঞ্জি লম্বা ওই মর্টারসেল দেখতে পান। তিনি সেটি বাড়িতে এনে ব্যাটমিন্টনের ব্যাট রাখার প্যাকেটের মধ্যে রেখে দেন। পরে সেটি পিতল ভেবে ভাঙ্গাড়ির দোকানে বিক্রির জন্য সোমবার সিদ্ধান্ত নেন বাদশা। সকাল সাড়ে ৯টার দিকে তিনি একটি ইটের ওপর বস্তুটি রেখে হাতুড়ি দিয়ে আঘাত করেন। সঙ্গে সঙ্গে বিকট শব্দে সেটির বিস্ফোরণ ঘটে। এতে তার হাত, বুক, পেট এবং মুখমণ্ডল রক্তাক্ত জখম হয়। পরে বাড়ির ও আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

থানার পরিদর্শক তাসমীম আলম আরও জানায়, খবর পুলিশ ঘটনাস্থলে যায়। আহ বাদশা হাসপাতালে চিকিৎসাধীন। ওই মাঠে কী ভাবে মর্টারসেলটি গেলো তা পুলিশ তদন্ত করে দেখছে।

বাংলাদেশ জার্নাল/পিএল

  • সর্বশেষ
  • পঠিত