ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

পিরোজপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২২, ০৯:২২

পিরোজপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পিরোজপুরের পৃথক দুটি স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশুর নাম সিয়াম হোসেন ও আব্দুর রহিম।

বৃহস্পতিবার পিরোজপুরে মঠবাড়িয়া ও কাউখালীতে এ মৃত্যুর ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জেলার মঠবাড়িয়ায় পানিতে ডুবে সিয়াম হোসেন নামের পৌঁনে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার জ্ঞানপাড়া গ্রামের আলী হোসেনের একমাত্র পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিয়ামের বাবা-মা চট্টগ্রামে একটি গার্মেন্টসে চাকরি করার কারণে সে মঠবাড়িয়া উপজেলার বেতমোর গ্রামের নানা মো. মুজিবুর রহমানের বাড়িতে থাকতো। ওই দিন দুপুরে শিশুটির নানা তাকে গোসল করিয়ে দিতে বাড়ির পুকুরে নিয়ে যান। তাকে গোসল করিয়ে ঘরে ফিরে যেতে বলেন। পরে নানা গোসল করে ঘরে ফিরে আসলে শিশুটির মামি জান্নাতি বেগম শিশুটির কথা জিজ্ঞাসা করেন। এ সময় শিশুটির খোঁজ শুরু করলে পুকুরে এসে শিশুটির জুতা ভাসতে দেখেন। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তরিকুল ইসলাম বলেন, শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ইসিজির মাধ্যমে পরীক্ষা করে তাকে মৃত্যু বলে নিশ্চিত হওয়া যায়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল বলেন, শিশুটির মৃত্যুর খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

অন্যদিকে একই দিন বিকাল ৩টার দিকে জেলার কাউখালী উপজেলার চিড়াপাড়া-পাড়সাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গ্রামের আব্দুর রহিম নামের ৩ বছরের একটি শিশু পানিতে ডুবে মৃত্যু হয়। শিশুটি ওই গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।

পরিবার সূত্র জানায়, ওই দিন দুপুর ৩টার দিকে শিশুটি তার চাচার বাড়িতে যাওয়ার সময় পা পিছলে নিজ বাড়ির পুকুরে পড়ে যায়। এ সময় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তৌফিক হাসান সৌরভ বলেন, শিশুটিকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত