ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

চালু হলো কোরবানির পশু বহনকারী ক্যাটল স্পেশাল ট্রেন

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৬ জুলাই ২০২২, ১৮:১৭

চালু হলো কোরবানির পশু বহনকারী ক্যাটল স্পেশাল ট্রেন
ছবি: প্রতিনিধি

ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু বহনকারী ক্যাটল স্পেশাল ট্রেনের যাত্রা শুরু হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ জানান, আজ বুধবার প্রথম দিন ১৮টি গরু ও ৪টি ছাগল নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। প্রতিটি গরুর ভাড়া নির্ধারন করা হয়েছে ৫৯১ টাকা ৫০ পয়সা ও প্রতিটি ছাগলের ভাড়া ২৯৬ টাকা। আগামি ৮ জুলাই পর্যন্ত ট্রেনটি চলবে। ট্রেনটি প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে গিয়ে রাতে ঢাকার তেজগাঁও স্টেশনে পৌঁছাবে। ট্রেনটি প্রতিদিন ভোর ৫ টায় তেজগাঁও রেল স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ভেটেরিনারি অফিসার ডাক্তার কবির উদ্দীন, পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে সহকারী বাণিজ্য কর্মকর্তা নুরুল আলম, চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার শহিদুল আলম, সহকারী স্টেশন মাস্টার ওবায়দুল্লাহসহ অন্য কর্মকর্তারা।

উল্লেখ্য, করোনাকালীন সময়ে ২০২১ সালের ১৭ জুলাই কোরবানির পশু সহজে ভোক্তাদের কাছে পৌঁছে দেয়ার জন্য স্বল্পমূল্যে পশু পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা (তেজগাঁও) রুটে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত