ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

স্বরাষ্ট্রমন্ত্রী-পুলিশ মহাপরিদর্শকসহ নিউ ইয়র্কে যাচ্ছেন ছয় কর্মকর্তা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২২, ১৭:০৫  
আপডেট :
 ০৫ আগস্ট ২০২২, ১৭:০৯

স্বরাষ্ট্রমন্ত্রী-পুলিশ মহাপরিদর্শকসহ নিউ ইয়র্কে যাচ্ছেন ছয় কর্মকর্তা

জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ ছয় কর্মকর্তা এ মাসের শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাবেন।

জাতিসংঘ সদর দপ্তরে ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পুলিশ প্রধানদের তৃতীয় সম্মেলন হবে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে এই তথ্য জানায়।

সম্মেলনে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রতিনিধি দলের সদস্যরা হলেন- আইজিপি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম।

তারা ৩০ অগাস্ট বা তার কাছাকাছি সময়ে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন এবং ৩ সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে’ নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে আদেশে জানানো হয়েছে।

আদেশে আরও বলা হয়, এ সফরের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে। সফর ও ট্রানজিটের সময় তারা কর্মরত হিসেবে গণ্য হবেন।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত