ঢাকা, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ফরিদপুরে বিএনপির সমাবেশস্থলে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ১২:০১  
আপডেট :
 ১২ নভেম্বর ২০২২, ১২:৩১

ফরিদপুরে বিএনপির সমাবেশস্থলে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ
বিএনপির বিভাগীয় গণসমাবেশ। ছবি: সংগৃহীত

ফরিদপুরের কোমরপুরে আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে শনিবার সকাল ৯টা ৫০ মিনিট থেকে সকল মোবাইল অপারেটরের উচ্চগতির ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নেতাকর্মীসহ সমাবেশ কভার করতে আসা সাংবাদিকরা।

সমাবেশের সংবাদ সংগ্রহ করতে আসা গণমাধ্যমকর্মীরা জানান, সকাল থেকে সাংবাদিকদের জন্য নির্ধারিত জায়গায় বসে আছি। হঠাৎ করেই ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় নিউজ পাঠাতে পারছি না। ইন্টারনেট সচল না হওয়া পর্যন্ত সমস্যার শেষ নেই।

আরও পড়ুন- ফরিদপুরে বিএনপির গণসমাবেশ আজ

সমাবেশে আসা বিএনপির নেতাকর্মীরা জানান, রাতে এখানে ইন্টারনেটের গতি কম ছিলো। সকালে ইন্টারনেট বন্ধ হওয়ায় বিপাকে পড়েছি। আমাদের যোগাযোগ এখন বেশির ভাগই সময় হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে হয়। কিন্তু ইন্টারনেট না থাকায় তা আর হচ্ছে না।

সমাবেশের মাঠ ঘুরে দেখা গেছে, মাঠ ও মাঠ সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়ক লোকে লোকারণ্য। নেতাকর্মীদের অনেকে মাঠে পাটি বিছিয়ে বসে আছেন। বিভিন্ন এলাকার নেতাকর্মীরা দলে দলে স্লোগান দিয়ে মাঠে আসছেন।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত