ঢাকা, রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ফরিদপুরে ২২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২, ২৩:০৬  
আপডেট :
 ০৬ ডিসেম্বর ২০২২, ২৩:২০

ফরিদপুরে ২২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
উদ্ধারকৃত ইয়াবা। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মামুন কাজী (৩৪)।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কোর্টপাড় এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

আটক মামুন কাজী একই উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের আবু কাজীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন বলেন, মামুন কাজী একজন কুখ্যাত মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে ফরিদপুরের ভাঙ্গা কোর্টপাড় এলাকায় ভাড়া বাসায় থেকে ওই এলাকায় একটি মাদক কারবারের সিন্ডিকেট গড়ে তুলেছিলো। সে বিভিন্ন কৌশলে কক্সবাজার থেকে ইয়াবা এনে এলাকার খুচরা ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতো।

তিনি জানান, মাঝেমধ্যেই তার সিন্ডিকেটের ইয়াবা কারবারিরা বিমানে কক্সবাজারে যাতায়াত করতো। এ ছাড়া বিশেষ কায়দায় প্যাকিং করা ইয়াবা গিলে পেটে করে নিয়ে আসতো। পরে ভাঙ্গায় মামুন কাজীর ভাড়া বাসায় এসে পেট থেকে তা বের করে বিক্রি করতো। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত