ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

লক্ষ্মীপুরে তিন সড়ক ও একটি ব্রিজ উদ্বোধন

  লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ১৭:৫৯  
আপডেট :
 ০৩ জানুয়ারি ২০২৩, ১৮:১৬

লক্ষ্মীপুরে তিন সড়ক ও একটি ব্রিজ উদ্বোধন
তিনটি সড়ক ও একটি ব্রিজের উদ্বোধন করা হয়। ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলা চররুহিতা ইউনিয়নে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে তিনটি সড়ক ও একটি ব্রিজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এসব কাজের উদ্বোধন করেন।

রাস্তাগুলো হলো- চররুহিতা গ্রামের বাছাকান্দি থেকে মতিনের দোকান সড়ক, চর মন্ডল হাজিবাড়ী রাস্তা সলিংকরণ, ১, ২নং ওয়ার্ডের সীমানার বড় বাড়ির ব্রিজ থেকে বাদশা মিয়ার স্কুল সড়ক এবং আদনান চৌধুরী বাড়ির ব্রিজ উদ্বোধন করা হয়। পরে চরমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মো. ইমরান হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির পাটোয়ারী, সদর থানার অফিসার ইনচার্জ মো. মোসলেহ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন আহমেদ প্রমুখ।

এসময় আনুষ্ঠানিক উদ্বোধন করার পর বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনাসহ লক্ষ্মীপুরবাসীর সুখ শান্তি উন্নতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত