ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

গু‌লিস্তা‌নে বি‌স্ফোর‌ণ

ভব‌নটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দ্রুত জানানো হবে: রাজউক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ১৪:২০

ভব‌নটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দ্রুত জানানো হবে: রাজউক
ক্ষতিগ্রস্ত ভব‌নটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দ্রুত জানানো হবে । ছবি: সংগৃহীত

রাজধানীর গু‌লিস্তা‌নের সিদ্দিকবাজারে ক্ষতিগ্রস্ত ভবনটি ভেঙে ফেলা হবে নাকি সংস্কার করা হবে তা দ্রুত সময়েই জানানো হবে বলেছেন রাজউকের তদন্ত কমিটি সদস্য মেজর শামসুদ্দিন আহমেদ চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানি‌য়ে তি‌নি বলেন, ভব‌নের বেজমেন্টসহ নিচতলার কলাম ও পিলার যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দ্রুত সময়ের মধ্যেই জানানো হবে কি করা হবে। তবে ভবনটি এখন ঝুঁকিপূর্ণ। তাই প্রথমে এটাকে স্ট্যাবল (স্থিতিশীল) করতে হবে। এরপর সংস্কার করলে ভবনটি নিরাপদ হবে নাকি ঝুঁকি থাকবে তা জানানো হবে।

তিনি বলেন, ভবনের ২৪ কলামের মধ্যে ৯টি কলাম বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের তদন্ত কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যেই জানাতে পার‌বো।

আরও পড়ুন: ৭ দিনের মধ্যে রাজধানীর সব ভবন সার্ভে করা হবে: রাজউক

বাংলাদেশ জার্নাল/সুজন/আরআই

  • সর্বশেষ
  • পঠিত