ইভিএম নিয়ে পালিয়ে যাওয়া যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ১৮:৪৮

চট্টগ্রামে বোয়ালখালীতে ভোটকেন্দ্র থেকে ইভিএম ব্যালট ইউনিট নিয়ে যুবলীগ নেতার পালিয়ে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সজল দাশ বাদি হয়ে বোয়ালখালী থানায় এ মামলা করেন।
|আরো খবর
মামলায় একমাত্র আসামি করা হয় উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্মলেন্দু দে সুমনকে।
মামলার এজাহারে বলা হয়, বোয়ালখালী উপজেলা পরিষদের উপনির্বাচন চলাকালে গতকাল দুপুরে রমনীমোহন উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে ইভিএম ব্যালট ইউনিট নিয়ে পালিয়ে যান যুবলীগ নেতা নির্মলেন্দু দে। পরে রতন চৌধুরী ওটা সংগ্রহ করে কেন্দ্রে ফেরত দিয়ে যান। এ সময় সাংবাদিকেরা ছবি তোলেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, রাতে এ ঘটনায় মামলা হয়। রতন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়। সুমন পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার উপজেলার ৮৬টি কেন্দ্রের ৫১৮টি বুথে সকাল সাড় ৮টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলমের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করা হয়।
বাংলাদেশ জার্নাল/জিকে