ঢাকা, রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে নিহত ২

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ০৮ জুন ২০২৩, ২৩:১৭

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে নিহত ২
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে শাহজাহান মিয়া (৫০) ও আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের হৃদয় মিয়া (২২)।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ বলেন, হৃদয় মিয়া প্রতিদিন মেঘনার চরে চরচারতলা গ্রামের জসীম উদ্দিনের মহিষের পাল দেখভাল করত। বিকেলের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এর পর মুষলধারে বৃষ্টির সঙ্গে শুরু হয় প্রচণ্ড বজ্রপাত। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই হৃদয় মিয়ার মৃত্যু হয়। এ সময় উজ্জ্বল নামে একজন ব্যক্তি গুরুতর আহত হন।

মাছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল গণমাধ্যমকে বলেন, দুপুরের পর বৃষ্টি শুরু হয়। এ সময় কাঞ্চনপুর গ্রামের শাহজাহান নামে এক ব্যক্তি মাঠে গরু আনার সময় বজ্রপাতে মারা গেছেন। পাশাপাশি একই সময়ে বজ্রপাতে খেওয়াই গ্রামের কৃষক মনা ভূঁইয়ার ৩টি গরু মাঠে ঘাস খাওয়া অবস্থায় মারা গেছে। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা সহায়তা করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত