ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

মোল্লা বস্তির আগুন নিয়ন্ত্রণে: ৫ হাজার ঘর ভস্মীভূত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০১৮, ০৮:২৩  
আপডেট :
 ১২ মার্চ ২০১৮, ০৮:৩৯

মোল্লা বস্তির আগুন নিয়ন্ত্রণে: ৫ হাজার ঘর ভস্মীভূত

রাজধানীর পল্লবীর ইলিয়াস আলী মোল্লা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর পাওয়া গেছে। তবে এই অগ্নিকাণ্ডে বস্তির প্রায় ৫ হাজার ঘরের সব ক’টি পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে ইলিয়াস আলী মোল্লার বস্তিতে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা। ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিট আগুণ নিয়ন্ত্রণে একসাথে কাজ করে। তাদের চেষ্টায় সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগে পুড়ে গেছে ওই বস্তির ৫ হাজার ঘরের প্রায় সবগুলো। তবে এই অগ্নিকাণ্ডে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যায়নি আগুন লাগার কারণও।

স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস আলী মোল্লা গণমাধ্যমকে জানিয়েছেন, বস্তিটি প্রায় ৭০ বিঘা জমির ওপর নির্মিত। যেখানে প্রায় ৮ হাজারেরও বেশি ছোট বড় ঘর রয়েছে।

এছাড়া এখানে ২৫ হাজারের বেশি মানুষ বসবাস করতেন। তাদের অধিকাংশই মিরপুরের বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিক।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত