ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

রাতের আঁধারে সেহরি নিয়ে ছিন্নমূলদের পাশে পুলিশ

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ১০:৫৮

রাতের আঁধারে সেহরি নিয়ে ছিন্নমূলদের পাশে পুলিশ
রাতের আঁধারে সেহরি নিয়ে ছিন্নমূলদের পাশে পুলিশ। ছবি: প্রতিনিধি

মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করেন পুলিশ। পাশাপাশি করছে মানবিক কাজ। তাইতো সড়কে টহলের পাশাপাশি ভাসমান ও ছিন্নমূল মানুষের হাতে তুলে দিচ্ছে সেহরির জন্য রান্না করা খাবার। এমন দৃশ্য দেখা গেছে ফরিদপুর শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাতে ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে ও রাস্তার অলিগলিতে শুয়ে থাকা ভাসমান মানুষগুলোর হাতে এ সেহরির খাবার তুলে দেয় পুলিশ।

এসময় পুলিশের আরও-১ আনোয়ার হোসেনের নেতৃত্বে সেহরি বিতরণের এ কার্যক্রমে অংশ নেয় পুলিশের একটি টিম।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, 'ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমের নির্দেশে রাতে মানুষের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি রাস্তায় ভাসমান মানুষগুলোর হাতে রাতের খাবার তুলে দেয়া হয়েছে। পুলিশ যেমন মানুষের নিরাপত্তায় কাজ করছে। সাথে সাথে মানবতাও কাজেরই আরেকটি অংশ। তাই রাস্তায় ভাসমান মানুষগুলোর হাতে দেয়া হয়েছে সেহরি।'

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত