ঢাকা, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে পানি ও স্যালাইন বিতরণ

  লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ১৮:০৩

লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে পানি ও স্যালাইন বিতরণ
পৌর শহরের উত্তর তেমুহনী ও ইলিশ চত্বরে সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণ করা হয়। ছবি: প্রতিনিধি

তীব্র তাপদাহে লক্ষ্মীপুরে রিকশাচালক, পথচারী ও বাসযাত্রীদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছেন যুবলীগের নেতাকর্মীরা।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেমুহনী ও ইলিশ চত্বরে সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণ করা হয়। জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. বায়েজীদ ভূঁইয়া এ আয়োজন করেন। এই কার্যক্রম চলমান রাখবে বলেও জানানো হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা দিপু মাহমুদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সুপেয় পানিতে তৃষ্ণা মেটানো কয়েকজন বলেন, এই তীব্র গরমের মধ্যে পানি এবং স্যালাইন বিতরণ অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। এই কাজ চলমান থাকলে আরও ভালো হবে। যাদের সামর্থ্য আছে তাদের সবাইকে এগিয়ে আসা উচিত।

বায়েজীদ ভূঁইয়া বলেন, তীব্র দাবদাহের কারণে হিটস্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে। এজন্য আমরা মানুষের মধ্যে পানি বিতরণ করছি। আমরা চাই মানুষের ভেতরে পানি খাওয়ার অভ্যাস গড়ে উঠুক। যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমরা সবার মধ্যে সুপেয় পানি, খাবার স্যালাইন ও জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করছি।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত