ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

মেয়রের নেতৃত্বে অভিযান, স্টার কাবাবকে জরিমানা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৯, ১৫:৫৪

মেয়রের নেতৃত্বে অভিযান, স্টার কাবাবকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে রাজধানীর ধানমণ্ডির স্টার কাবাবসহ কয়েকটি রেস্টুরেন্টকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সপ্তাহব্যাপী ভেজালবিরোধী স্পেশাল ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে অভিযানে নামেন ভ্রাম্যমান আদালত। এসময় তারা কয়েকটি রেস্টুরেন্টের খাবার তৈরির পরিবেশ পরিদর্শন করেন।

এর আগে সপ্তাহব্যাপী ভেজালবিরোধী অভিযানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। এসময় তিনি, শুধু অর্থদণ্ড নয়, খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানোর সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কারাদণ্ড দেয়ার নির্দেশ দেন সংশ্লিষ্টদের।

এদিকে আবাহনী মাঠ সংলগ্ন স্টার কাবাবে অভিযান চালিয়ে খোলা পরিবেশে খাবার উৎপাদন ও পরিবেশনের দায়ে ঢাকা সিটি করপোরেশন আইনের ৩৯ ধারা অনুযায়ী সতর্কতামূলক পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

তাছাড়া ধানমণ্ডি সাত মসজিদ রোডে অবস্থিত সুলতান ডাইনে অভিযান চালিয়ে নিরাপদ খাদ্য আইনের ৪১ ধারায় এক লাখ টাকা এবং বিবি কিউকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় র‌্যাব, বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার অধিদপ্তরসহ অন্যান্য সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত