ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার ডিকসন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০১৯, ১৭:৫৯

বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার ডিকসন

বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন রবার্ট চ্যাটার্টন ডিকসন। তিনি অ্যালিসন ব্লেক সিএমজি’র স্থলাভিষিক্ত হয়েছেন। সোমবার যুক্তরাজ্যের ঢাকা মিশন এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, রবার্ট চ্যাটার্টন ডিকসন আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ) রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করবেন। এর পরপরই তিনি যুক্তরাজ্যের হাই কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

রবার্ট চ্যাটার্টন ডিকসন যুক্তরাজ্যের ফরেন অফিসে (এফসিও) অতিরিক্ত পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। এর আগে, তিনি যুক্তরাজ্য সরকারের জাতীয় নিরাপত্তা সচিবালয়ের কেবিনেট বিভাগের সচিবালয় ও বাস্তবায়ন বিভাগের পরিচালক, বৈদেশিক নীতি বিভাগের পরিচালক, কাবুল মিশনের উপপ্রধান, সিকাগের কনস্যুল জেনারেল, কাউন্টার টেরিরিজম বিভাগের (এফসিও) যুগ্ম-প্রধানসহ একাধিক দায়িত্ব পালন করেন।

এর আগে ২০১৫ সালের অক্টোবর মাসে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ পান অ্যালিসন ব্লেক। ২০১৬ সালের জানুয়ারি মাসে তিনি দায়িত্ব বুঝে নেন।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত