ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

দই-মিষ্টিতে ভেজাল, জরিমানা

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০১৯, ১৫:৫৮

দই-মিষ্টিতে ভেজাল, জরিমানা

গোপালগঞ্জে মিষ্টি তৈরিতে এরারুট ও সোডা ব্যবহার করার দায়ের মেসার্স লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক মনোতোষ সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে জেলা শহরের বাতাসাপট্টিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান জানান, শহরের বাতাসাপট্টিতে অভিযান চালানো হয়। এসময় দই ও মিষ্টিতে এরারুট ও সোডা ব্যবহার করার দায়ে মেসার্স লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক মনোতোষ সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, এসব মিষ্টি ও দই মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ সময় জেলা বাজার কর্মকর্তা আরিফ হোসেন এবং ক্যাব, গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলু উপস্তিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত