ঢাকা, রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

শার্শায় সরকারিভাবে ধান ক্রয় শুরু

  বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ২৭ মে ২০১৯, ১৯:৫৩

শার্শায় সরকারিভাবে ধান ক্রয় শুরু

যশোরের শার্শা উপজেলার নাভারণ খাদ্য গুদামে সোমবার দুপুরে প্রান্তিক চাষিদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে (প্রতি মণ এক হাজার ৪০ টাকা) বোরো ধান সংগহ করা শুরু হয়েছে। যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রান্তিক চাষিদের কাছ থেকে বোরো ধান ক্রয়ের উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে আরও উপসিস্থত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, উপজেলা খাদ্য কর্মকর্তা ইন্দ্রজিৎ, নাভারণ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারূজ্জামান, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীলসহ বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক চাষিরা।

প্রান্তিক চাষিদের কয়েকজন খুশিমনে জানান, সরকার এভাবে বোরো ধান কিনলে আমাদের জমিতে ধান চাষে আরো আগ্রহ বেড়ে যাবে। শেখ হাসিনা সরকার চাষিদের প্রতি এভাবে নজর দিলে চাষিরা জমি চাষে আর লোকসানে পড়বে না।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত