ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

শিক্ষক বহিষ্কারের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুন ২০১৯, ১৭:৫৯  
আপডেট :
 ১৭ জুন ২০১৯, ১৮:০৪

শিক্ষক বহিষ্কারের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জগদীশ চন্দ্র হালদারকে বহিষ্কারের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিদ্যালয়টির শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সোমবার দুপুরে বিদ্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশে শিক্ষার্থী সজিব মজুমদার, অমিত হালদার ও অপি তালুকদার বক্তব্য দেয়।

বক্তারা বলে, আমাদের শ্রদ্ধেয় স্যার জগদীশ চন্দ্র হালদারকে মিথ্যা অপবাদ দিয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটি অবৈধভাবে বহিস্কার করেছে। যে পর্যন্ত স্যারকে ক্লাস করার অনুমতি না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাস বর্জন করে আন্দোলন চালিয়ে যাবো।

উল্লেখ্য, গত ২৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগ এনে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ওই স্কুলের শিক্ষক জগদীশ চন্দ্র হালদারকে সাময়িক বহিস্কার করে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত