ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪২ মিনিট আগে
শিরোনাম

ট্রেনের বগি নদীতে: মালামালের খোঁজে সুযোগ সন্ধানীরা

  মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০১৯, ০৬:৫১  
আপডেট :
 ২৪ জুন ২০১৯, ০৬:৫৪

ট্রেনের বগি নদীতে: মালামালের খোঁজে সুযোগ সন্ধানীরা

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। রোববার রাত ১২টার দিকে কুলাউড়ার বরমচাল রেলক্রসিং এলাকায় এঘটনা ঘটে।

জানা যায়, এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন দুই শতাধিক। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধারের বদলে তাদের মালামাল নিয়ে সটকে পড়ার অভযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উয়ারদৌস হাসান জানান, ইতোমধ্যে বেশ কয়েকজনকে মালামালসহ সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কুলাউড়া শাখার ইনচার্জ অপেন কুমার সিং জানান, এখন পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হেলাল আহমেদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পঠিত