প্রকাশ : ২১ জুলাই ২০১৯, ২৩:৪০
নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সি ক্যাব নদীতে

ঢাকার সাভারের আমিনবাজারে যাত্রীবাহী একটি ট্যাক্সি ক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে বলে জানা গেছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে আমিনবাজারের সালেহপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গেছে।
ঘটনাস্থলে উপস্থিত ঢাকার ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মকর্তা আনোয়ারুল হক রাত পৌনে ১০টার দিকে বলেন, একটি ট্যাক্সি ক্যাব ব্রিজ থেকে তুরাগ নদে পড়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার তথ্য জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী জসিম বলেন, দ্রুত গতির একটি ট্যাক্সি ক্যাব হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নদীতে পড়ে যায়। জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানানো হয়।
ফায়ার সার্ভিসের কমান্ডার আনোয়ারুল হক বলেন, ঘটনাস্থলে ডুবুরিদল উপস্থিত হয়েছে। তবে এখনও পর্যন্ত ট্যাক্সিক্যাবের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় কাউকে উদ্ধারও করা যায়নি।
নৌ পুলিশের ঢাকা জোনের আমিনবাজারের ওসি দিদারুল আলম বলেন, ট্যাক্সিক্যাবটি সাভার থেকে ঢাকার দিকে আসছিল। সালেহপুর ব্রিজের কাছে এসে এটি নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে যাওয়ার খরব দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে নৌ পুলিশের ডুবুরিদলও কাজ শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কোনো কিছুর চিহ্ন পাওয়া যায়নি।
বাংলাদেশ জার্নাল/জেডআই