ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫২ মিনিট আগে
শিরোনাম

লালমনিরহাটে ফের বাড়ছে তিস্তার পানি

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ২২ জুলাই ২০১৯, ১৪:৫৪

লালমনিরহাটে ফের বাড়ছে তিস্তার পানি

লালমনিরহাটে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে তিস্তা নদীর চর অঞ্চলগুলোতে ফের বন্যা ও জলাবদ্ধতা দেখা দিয়েছে। জেলার হাতীবান্ধা উপজেলার ৬ ইউনিয়নসহ তিস্তা নদীর তীরবর্তী ইউনিয়নগুলোতে ২ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ছে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, চর অঞ্চলগুলোর বেশ কিছু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তিস্তা নদীর তীরবর্তী স্কুলগুলোতেও পানি উঠেছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিস্তা ব্যারাজ দোয়ানী পয়েন্টে সোমবার দুপুরে পানি বিপদসীমার ২ সেঃ মিঃ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। চর এলাকাগুলোর যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। উজান থেকে থেকে নেমে আসা পানির ঢলে ও ভারী বর্ষণের কারণে বন্যা ও জলবন্ধতা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র দোয়ানী ডালিয়া’র নির্বাহী প্রকোশীলী রবিউল ইসলাম জানান, তিস্তা ব্যারাজ দোয়ানী পয়েন্টে সোমবার দুপুরে পানি বিপদসীমার ২ সেঃ মিঃ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চর এলাকার লোকজন পানি বন্দি হয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • পঠিত