ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে ডেঙ্গু প্রতিরোধে যা করবেন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০১৯, ১৮:০৮

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে ডেঙ্গু প্রতিরোধে করণীয়

আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে ছুটি কাটাতে রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে গ্রামের বাড়ি যাচ্ছেন অনেকেই। এসময় বাসা-বাড়িতে দীর্ঘসময়ের অনুপস্থিতির সুযোগে জমে থাকা পানিতে এডিশ মশার বংশবিস্তার ঘটতে পারে, যা রোধে বেশকিছু নির্দেশনা দিয়েছে সরকার। বুধবার রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে ক্রমবর্ধমান ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলার লক্ষ্যে নিয়মিত আলোচনায় ওই নির্দেশনাগুলো ঠিক করা হয়। যা সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

বাড়ি যাওয়ার আগে যা করতে হবে-

ঈদে বাড়ি যাওয়ার সময় বাসার সকল কক্ষের দরজা-জানালা ভালভাবে বন্ধ করার পাশাপাশি টয়লেটের কমোড ঢেকে রাখা, বাথরুম/টয়লেটের জানালা বন্ধ করা এবং বালতি, বদনা ও ড্রাম খালি অবস্থায় উল্টো করে রেখে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়াও এতে বলা হয়,বারান্দায়/ছাদে ফুলের টব বা এমন কোন পাত্র রাখা যাবে না যেখানে বৃষ্টির পানি জমতে পারে।

সোফা, পর্দা ও ঝুলন্ত কাপড়ের নিচে লুকিয়ে থাকে এডিস মশা এ কথা উল্লেখ করে এসব জায়গায় অ্যারোসল স্প্রে করা এবং ফ্রিজের পানি জমার জায়গায় ন্যাপথলিন দিয়ে রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

রান্নাঘরে কোথাও যেন পানি জমে না থাকে তা খেয়াল করে দেখা, যাওয়ার আগে ঘরের মেঝে, বারান্দা ও বাথরুম পরিষ্কার ও অ্যারোসল স্প্রে করা, অব্যবহৃত বোতল/ কন্টেইনারসহ অপ্রয়োজনীয় জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া এবং অফিস, আঙ্গিনা এবং কর্মস্থলেও অনুরূপ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, এমআইস বিভাগের পরিচালক ডা. সমীর কান্তি সরকার, লাইন ডিরেক্টর ডা. সত্যকাম চক্রবর্তী, হাসপাতাল সার্ভিস ম্যানেজমেন্টর ডা. এম এম আকতারুজ্জামান, জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত