ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৬ মিনিট আগে
শিরোনাম

স্কুলছাত্রী অপহরণে যুবকের ১৪ বছর জেল

  ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৯

স্কুলছাত্রী অপহরণে যুবকের ১৪ বছর জেল

ঝালকাঠিতে স্কুলছাত্রীকে অপহরণের দায়ে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

বুধবার দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক শেখ. তোফায়েল হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশপ্রাপ্ত শেখ খালেদ মোর্শেদ (২৯) বরিশাল শহরের আলেকান্দা এলাকার ‘করিম কুটির’ বাড়ির মালিক ইফতেখার রসুলের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি ঝালকাঠি শহরের লঞ্চঘাট এলাকার নবম শ্রেণির এক ছাত্রীকে বাসার সামনে থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় শেখ খালেদ মোর্শেদ। ওই ছাত্রীকে বরিশালের একটি বাসায় সাতদিন আটকে রাখে সে। পরে তাকে নিয়ে ঢাকা যাওয়ার পথে বরিশাল লঞ্চঘাট এলাকা থেকে ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এসময় অপহরণকারী পালিয়ে যায়।

এ ঘটনায় ছাত্রীর ভাই ওই বছরের ১৭ ফেব্রুয়ারি ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করেন। ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি ও নয় জনের সাক্ষ্যগ্রহণের পর দোষী প্রমাণিত হওয়ায় আদালত খালেদ মোর্শেদকে উল্লিখিত সাজা দেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত