ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

খুলনায় ডেঙ্গুতে শিশুসহ আরো দুইজনের মৃত্যু

  খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০২

খুলনায় ডেঙ্গুতে শিশুসহ আরো দুইজনের মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ দুই জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে খুলনায় এ পর্যন্ত ১২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

হাসপাতালের ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, রোববার বিকাল ৪টার দিকে ডেঙ্গু আক্রান্ত ৮ মাসের শিশু রাফিতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত ১০টার দিকে আইসিইউতে তার মৃত্যু হয়। সে যশোর জেলার মনিরামপুর উপজেলার কামরুজ্জামানের ছেলে।

এছাড়া খবিরুদ্দিন (৫০) নামে আরেক ডেঙ্গু রোগী রোববার বিকাল সাড়ে ৬টায় এই হাসপাতালে ভর্তি হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল পৌনে ৪টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি যশোর জেলার অভয়নগরে।

খুলনার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, খুলনায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৯৯ জন, এর মধ্যে নতুন রোগী ৩৭ জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, খুলনা বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৫৬০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬২৩ জন, এর মধ্যে নতুন রোগী ১৮৮ জন। ১০ জেলায় ডেঙ্গু শনাক্তের কিট মজুদ রয়েছে ১৩ হাজার ৮৩৫টি।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত