প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪০
একসাথে তিন কন্যা সন্তান প্রসব

ময়মনসিংহের ভালুকায় নরমাল ডেলিভারির মাধ্যমে উপজেলা চাপরবাড়ি গ্রামের সালেহা খাতুন নামে এক গৃহবধূ এক সাথে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে।
|আরো খবর
স্থানীয় সূত্রে জানাযায়, ভালুকার ৩ নং ভরাডোবা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড চাপড়বাড়ি গ্রামের মধ্যপাড়া খান বাড়ির রুমায়ন খানের স্ত্রী ছালেহা খাতুন একই সাথে তিনটি কন্যা সন্তান প্রসব করেন।
রুমায়ন খানের পিতা সাবেক মেম্বার শাহজাহান খান বলেন, আমার ছেলের আগে একটি কন্যা সন্তান রয়েছে। আজ সকালে তিনটি কন্যা জন্ম দিয়েছে ছেলের বৌ। মা ও নবজাতকরা সুস্থ আছে।
এদিকে জন্মের পর থেকেই নবজাতকদের দেখার জন্য খান বাড়িতে জনগণের ভিড় দেখা যায়। নবজাতকদের দাদা শাহজাহান খান মেম্বার সবার কাছে নাতনি ও পুত্রবধূর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
নবজাতকদের বাবা-মা জানান, আমাদের অর্থনৈতিক অবস্থা যদিও ভালো নয়, তবুও আল্লাহর কাছে শুকরিয়া। তিনি যেন আমাদের সন্তানদের সুস্থভাবে বাঁচিয়ে রাখেন।
বাংলাদেশ জার্নাল/আরকে