ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

মিয়ানমারের জলসীমায় আটক জেলেরা ফিরছেন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৯, ২১:০১  
আপডেট :
 ০৬ ডিসেম্বর ২০১৯, ২২:৩৬

মিয়ানমারের জলসীমায় আটক জেলেরা ফিরছেন

মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক ১৭ জেলে দেশে ফিরছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঊপকূলরক্ষা বাহিনী-কোস্টগার্ড। বাহিনীর জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম বলেন, মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা শুক্রবার দুপুরে ওই জেলেদের কোস্টগার্ডের হাতে তুলে দিতে যাত্রা করেছেন। জেলেদের বুঝে নিতে দুই দেশের জলসীমায় অপেক্ষা করছেন কোস্টগার্ড সদস্যরা। তাদের আসতে আরও সময় লাগবে।

এর আগে বৃহস্পতিবার রাতে সেন্টমার্টিন সংলগ্ন মিয়ানমারের সমুদ্র সীমা থেকে তাদের আটক করে নিয়ে যান মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা।

হামিদুল বলেন, গত রাতে সেন্টমার্টিন এলাকায় মাছ ধরতে গিয়ে বোটের ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েন ১৭ বাংলাদেশি জেলে।

এক পর্যায়ে তাদের বোটটি মিয়ানমার সীমান্তে ঢুকে পড়লে আটক করে নিয়ে যায় সেদেশের নৌবাহিনী। বিষয়টি জানার পর মিয়ানমার নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করায় জেলেদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- ভোলা জেলার সদরের চুন্নাবাদ এলাকার মো. মিলনের ছেলে জাকির হোসাইন (৪৪), একই জেলার চরফ্যাশন উপজেলার নোরাবাদ এলাকার আব্দুল লতিফ ব্যাপারীর ছেলে আবুল কালাম (৫৬), গোলদার হাট এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে কামাল সওদাগর (৪৯), উত্তর মাদ্রাজ এলাকার জয়নাল আবেদীনের ছেলে নুরুল ইসলাম (৫৯), নীলকমল এলাকার মৃত নজির আহমদের ছেলে মোতাহার (৫৫), একই এলাকার আব্দুল মালেকের ছেলে বেলাল হোছাইন (২৭), মৃত নজির আহমদের ছেলে মো. ফারুক (৪৩), আব্দুল বারেক চৌকিদারের ছেলে মো. ছলিম (৪০), চরফ্যাশন সদরের নুর মোহাম্মদ পাটোয়ারীর ছেলে মো. জসিম (৫১), চরফ্যাশন পৌর এলাকার আবি আব্দুল্লাহর ছেলে আবুল কালাম (৫৭), একই এলাকার মকবুল আহমদের ছেলে মো. নেছার (৪৬), দৌলতখান উপজেলার কলাখোপা এলাকার মো. আলমগীরের ছেলে মো. আলামীন (১৯), চরখলিফা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. জহিরুল ইসলাম (২৯), চট্টগ্রামের পটিয়া উপজেলার মৃত আব্দুল জলিলের ছেলে মো. শাহ আলম (৬১),একই উপজেলার শোভনদন্দী এলাকার মৃত সোলায়মানের ছেলে মো. জসিম (৩৩), মুন্সীগঞ্জের টঙ্গী বাড়ি উপজেলার জাহের আলীর ছেলে আবু সায়েদ (৩৬) ও ঝালকাঠি রাজাপুর উপজেলার আব্দুল কাদেরের ছেলে মো. নুরুজ্জামান (৪৬)।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত