ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ঐক্যফ্রন্ট ‘জাস্ট ননসেন্স’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০১৮, ০৯:১৭

ঐক্যফ্রন্ট ‘জাস্ট ননসেন্স’
ছবি: সংগৃহীত

নিজের আসনে নৌকার প্রার্থী ছোট ভাই একে আবদুল মুমিনকে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনের বর্তমান সাংসদ মুহিত আগামী নির্বাচনে অংশ নিচ্ছেন না।

বুধবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে একে আবদুল মোমেনকে নিয়ে মনোনয়নপত্র জমা দেন অর্থমন্ত্রী।

এ সময় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

মনোনয়নপত্র জমাদান শেষে মুহিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আওয়ামী লীগের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই বিএনপি নানা অপপ্রচার করছে বলে মন্তব্য করেন মুহিত। দেশে নির্বাচনের একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে বলেও মনে করেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তন দাবি করায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সমালোচনা করেন মুহিত। এই দাবিকে তিনি ‘ননসেন্স’ হিসেবে মন্তব্য করে বলেন, ‘ঐক্যফ্রন্ট ‘জাস্ট ননসেন্স’। এরা শুধুমাত্র এক্সকিউজ খুঁজে।’

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই- বিএনপির এই অভিযোগকে অবান্তর বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। নির্বাচনে জিততে পারবে না বলেই তারা এ ধরনের উদ্ভট অভিযোগ তুলছে বলে মনে করেন মন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট গঠন হওয়ায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তবে আওয়ামী লীগই সরকার গঠন করবে।’

অর্থমন্ত্রী আরো বলেন, ‘বিএনপি তাদের নেতাকর্মীদের গ্রেপ্তারের যে তালিকা দিয়েছে সেগুলো দেখা হচ্ছে। এসব বাদ দিয়ে তাদের চেষ্টা করা উচিত, কীভাবে নির্বাচনে ভালো করা যায়।’

মনোনয়ন জমা দেয়ার পর অর্থমন্ত্রীর ভাই ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘প্রত্যাশা জয়লাভ করা, প্রত্যাশা মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করা এবং প্রত্যাশা আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে যাওয়া।’

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত