ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

রাবি শিক্ষার্থীদের প্রিয় ‘আবু ভাই’ আর নেই

  রাবি প্রতিনিধি

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২০, ১৯:৩৬

রাবি শিক্ষার্থীদের প্রিয় ‘আবু ভাই’ আর নেই

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের প্রিয়মুখ ‘আবু ভাই’ (আবু আহমেদ) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে নগরীর মতিহার থানার হনুফার মোড় এলাকায় নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। এদিন বাদ আছর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস, এ্যাজমা, হাইপ্রেসারসহ কিডনি জটিলতায় ভুগছিলেন। অসুস্থতা বেড়ে যাওয়ায় সর্বশেষ ১১ দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, রাবি ক্যাম্পাসে গণতান্ত্রিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের আড্ডা আর বৈঠকখানা হিসেবে ব্যবহৃত হতো তার মালিকানার ‘আবুর ক্যান্টিন।’ সত্তরের দশক থেকে চলতি শতাব্দীর প্রথম দিকেও আবু ভাইয়ের এই ক্যান্টিন ছিল গণতান্ত্রিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল সব আড্ডার স্থান। অনেক শিক্ষার্থীর দুঃসময়ের বন্ধু ছিলেন আবু ভাই। ঢাউস আকারের বাকির খাতা তার প্রমাণ দেয়।

তবে জীবন সায়াহ্নে এসে নানা কারণে অসহায় হয়ে পড়েছিলেন তিনি। বন্ধ হয়ে গিয়েছিল তার ক্যান্টিন। এই বয়সেও তার শেষ ইচ্ছা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবারও ‘আবুর ক্যান্টিন’ চালু করা।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত