ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

করোনার কারণে বাতিল গুরুত্বপূর্ণ পাঁচ পরীক্ষা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২০, ১১:০৯

করোনার কারণে বাতিল গুরুত্বপূর্ণ পাঁচ পরীক্ষা
প্রতীকী ছবি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৪ হাজার ৫২৯ জন। মারা গেছেন ৪০ হাজার ৬৭২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৭৪ হাজার ৩৫৯ জন।

করোনার কারণে স্থবির গোটা বিশ্ব। এবার মহামারী এই ভাইরাসের কারণে যুক্তরাজ্যসহ সব দেশে অনুষ্ঠিতব্য মে-জুন সিরিজের সব পরীক্ষা বাতিল করেছে ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন (ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল)।

সম্প্রতি ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে এ ঘোষণা দেওয়া হয়। পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় শিক্ষার্থীদের গ্রেডিং পদ্ধতি নিয়ে একটি নির্দেশনা প্রকাশ করবে ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের অধিভুক্ত এ প্রতিষ্ঠান।

বাতিল করা পরীক্ষাগুলো হলো- ক্যামব্রিজ আইজিসিএসই, ক্যামব্রিজ ও লেভেল, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এএস অ্যান্ড এ লেভেল, ক্যামব্রিজ এআইসিই ডিপ্লোমা এবং ক্যামব্রিজ প্রি-ইউ।

ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের পরীক্ষা বাতিলের নোটিশে বলা হয়, আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা আমাদের কমিউনিটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। পড়ালেখায় সহায়তা দেওয়ার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও তাদের পরিবারের নিরাপত্তা ও কল্যাণ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমাদের একটি কঠিন সিদ্ধান্ত নিতে হলো।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত