ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

করোনায় প্রাথমিকের প্রধান শিক্ষকের মৃত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৩ জুলাই ২০২০, ১২:০১

করোনায় প্রাথমিকের প্রধান শিক্ষকের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে করোনায় আক্রান্ত হয়ে উপজেলার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ গোলাম রব্বানী (৫৮) মারা গেছেনে।

রব্বানী উপজেলার ভাটরা ইউনিয়নের ভাটরা গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।

শুক্রবার ভোর রাতে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

নিহত শিক্ষককের ভাতিজা সুমন আহম্মেদ জানান, কিছু দিন ধরে জ্বরসহ করোনা উপসর্গ নিয়ে ভুগছিলেন তিনি। বিষয়টি জানার পর ২৩ জুন তাকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার নমুনা পরীক্ষা করা হয়। ফলাফলে তারা দেহে করোনা শনাক্ত হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, আমার চাচা গোলাম রব্বানীর হার্টের করোনারি ধমনিতে রিং পরানো ছিল এছাড়াও তিনি ডাইবেটিসের রোগী ছিলেন।

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার জানান, ইসলামিক ফাউন্ডেশনের একটি প্রশিক্ষিত টিমের সহযোগিতার স্বাস্থ্যবিধি মেনে বাদ জুম্মা তার মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত