ঢাকা, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

সরকারিকরণ: আরো নিয়োগ পেলেন যে ৩১ শিক্ষক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫২

সরকারিকরণ: আরো নিয়োগ পেলেন ৩১ শিক্ষক

সরকারিকৃত শিক্ষা প্রতিষ্ঠানের ৩১ জন শিক্ষককে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তদের সবাই মেহেরপুর জেলার গাংনী ডিগ্রি কলেজে কর্মরত।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জানা গেছে, গাংনী ডিগ্রি কলেজ ২০১৬ খ্রিষ্টাব্দের ২৩ মে সরকারি ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানটির কলেজ শাখার ৩১ প্রভাষককে ‘জাতীয়করণকৃত কলেজ শিক্ষক ও অ-শিক্ষক কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০০০’ এর বিধি-৩ এবং ৫ অনুযায়ী অ্যাডহক ভিত্তিতে কলেজ সরকারিকরণের তারিখ থেকে নিয়োগ দেয়া হয়েছে।

আদেশ জারির তারিখ থেকে এসব শিক্ষকের এমপিও বাতিল বলে গণ্য হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া আত্তীকৃত শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না বলেও বলা হয়েছে প্রজ্ঞাপনে।

আরও পড়ুন: অক্টোবরের প্রথম সপ্তাহে যেভাবে চালু হচ্ছে ক্লাস!

২০ হাজার প্রাথমিক স্কুলের জন্য নতুন সিদ্ধান্ত

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত