ঢাকা, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন নির্ধারণে নীতিমালা কমিটি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২০, ১৬:৪৬

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন নির্ধারণে নীতিমালা কমিটি

প্রধানমন্ত্রীর নির্দেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (কলেজ) বেতন, ভর্তি ফি, সেশন ফি এবং বোর্ড পরীক্ষায় ফরম পূরণ ফিসহ যাবতীয় আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে একটি নীতিমালা প্রণয়নে আট সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম-সচিবকে (কলেজ-১) সভাপতি করে এই কমিটি গঠন করা হয়।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে।

এর আগে গত ২৯ জুলাই এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।

আদেশে আট সদস্যের এই কমিটিতে পরিচালক (কলেজ ও প্রশাসন), পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি, মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব (অভ্যন্তরীণ নিরীক্ষা), মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব (বেসরকারি মাধ্যমিক-৩) ঢাকা শিক্ষা বোর্ডের একজন প্রতিনিধি সদস্য থাকবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব (বেসরকারি কলেজ-৬) সদস্য সচিব থাকবেন।

এই কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে নীতিমালার খসড়া তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে দাখিল করতে হবে।

  • সর্বশেষ
  • পঠিত