ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিকে বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২০, ২০:৪৮

প্রাথমিকে বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত
সংগৃহীত ছবি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বদলি করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপ-সচিব আক্তারুন্নাহারের সোমবার স্বাক্ষরিত আদেশটি মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।

এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বদলি ও পদায়ন করতো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন নীতিমালা প্রণয়ন না হওয়ায় বিদ্যমান নীতিমালা বাতিল করে এই আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বদলি/পদায়ন বিষয়ে বিদ্যমান নীতিমালা যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় তা বাতিল করা হলো।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তাদের নতুন বদলি/পদায়ন নীতিমালা না হওয়া পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, টিপিআই সুপার ও পিটিআই ইনস্ট্রাক্টরদের বদলি/পদায়ন সংক্রান্ত কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সম্পাদিত হবে।

আদেশে আরো বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রয়োজনে বদলি/পদায়ন প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠাবে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত